Daily

চলে গেল ‘নীলা’। করোনার থাবা গ্রাস করলো তাকেও। মানুষ ছাড়াও বাঘ, কুকুর সহ একাধিক পশুর মধ্যেও যে করোনা ভাইরাসের উপস্থিতি লক্ষ করা গেছে সেবিষয়ে আগেই সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। এবার সেই করোনাই থাবা বসালো সিংহের শরীরেও, কেড়ে নিলো নীলার প্রাণ।
চেন্নাইয়ের পশ্চিমাঞ্চলের ভান্দালুরে আরিগনার আন্না জুওলজিক্যাল পার্কের বাসিন্দা নীলা। মারা যাওয়ার আগে তার মধ্যে শুধু নাক থেকে জল পড়া ছাড়া করোনার গুরুতর কোনো লক্ষণ দেখা যায় নি বলে জানান চিড়িয়াখানার কর্তৃপক্ষ। দ্রুত করোনা পরীক্ষা করে চিকিৎসা শুরু করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো যায়নি নীলাকে। গত বৃহস্পতিবার চিরকালের মতো ঘুমিয়ে পড়ে সে।
নাক থেকে জল পড়া, কফ ও স্বাদ হারানোর কারণে খেতে না চাওয়ার মতো বিভিন্ন উপসর্গ দেখা যায় এখানকার বেশ কয়েকটি সিংহের শরীরে। এ কারণে করোনা পরীক্ষার জন্য নীলাসহ ১১টি সিংহের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৯টি সিংহ–সিংহীর করোনা পজিটিভ ফল আসে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। করোনা শনাক্ত হওয়া সিংহদের চিড়িয়াখানার ভেতরেই পশু চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান চিড়িয়াখানার কর্মকর্তা।
তবে নীলার মৃত্যু করোনাতেই হয়েছে কি না তা নিশ্চিত করতে দ্বিতীয়বারের জন্য নমুনা পাঠানো হয়েছে। প্রাণীদের সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নিয়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তিনি জানিয়েছেন,প্রতিটি সিংহের সেবায় আলাদা আলাদা লোককে দায়িত্ব দেয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট