Daily

রাজ্যে পাঠ্যক্রমে নয়া সংযোজন করোনা। ফুসফুসের পর করোনা ভাইরাস জায়গা করে নিলো বইয়ের পাতায়। একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ে সংযুক্ত হয়েছে করোনা। এদিন একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
বিশেষজ্ঞরা মনে করছেন করোনার সংক্রমণের অন্যতম প্রধান কারন হল মানুষের মধ্যে সচেতনতার অভাব। যে কারণে প্রথম ঢেউ বা দ্বিতীয় ঢেউতে করোনা কাবু করেছে গোটা মানবজাতিকে। আসতে আসতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়, এই মুহূর্তে সংক্রমণে লাগাম টানা গিয়েছে। তবে পূর্বাভাস বলছে, তৃতীয় ঢেউ আসন্ন। আর তাই যত তাড়াতাড়ি সম্ভব ছড়িয়ে দিতে হবে সচেতনতার বার্তা। যে কারণেই পশ্চিমবঙ্গ রাজ্য বোর্ডের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের পাঠ্যক্রমে জুড়ল করোনা।
তবে এবছরে পাঠ্যক্রমে করোনা ভাইরাস সংযোজন শুধুমাত্র একাদশ শ্রেণির জন্যে হলেও আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যক্রমেও তা বিস্তারিত আকারে উল্লেখ হতে চলেছে বলে জানা গিয়েছে।। স্বাস্থ্যবিধি সম্পর্কিত নানান বিষয়ও অন্তর্ভুক্ত হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
ব্যুরো রিপোর্ট