Daily

আরও একসপ্তাহ বাড়লো লকডাউনের মেয়াদ। অন্যদিকে রেকর্ড ক্রস করলো করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা। জোড়া দুঃসংবাদে বিদ্ধস্ত প্রতিবেশী দেশ বাংলাদেশ। তাই করোনার চেইন ভাঙতে কঠোর লকডাউনের পথে হাঁটল বাংলাদেশ।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে ৯,৯৬৪ জনের দেহে নতুন করে সংক্রমণ শনাক্ত করা গিয়েছে। করোনার কারণে মারা গিয়েছেন ১৬৪ জন। উত্তরোত্তর বাড়ছে মৃতের সংখ্যা। গত রবিবার গোটা বাংলাদেশ জুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫০০০ এ। তাই আগামী ১৪ই জুলাই অবধি লকডাউনের মেয়াদ বাড়ালো হাসিনা প্রশাসন। ইতিমধ্যেই বিনা কারণে রাস্তায় বেরোনোয় শুধু মাত্র ঢাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে অন্তত ২৫০০ জনকে।
লকডাউনে শহরের দিনমজুর, ফেরিওয়ালা, রিকশাওয়ালারা জীবিকা ও আশ্রয়ের সঙ্কটে পড়েছেন। এদিকে শুরু হয়ে গেছে করোনার সাংঘাতিক সামাজিক সংক্রমণ। শহর তো বটেই, গ্রামের মানুষও সংক্রমণের দিক থেকে পিছিয়ে নেই। বাংলাদেশের গ্রামে চিকিৎসা পরিকাঠামো বেশ দুর্বল। ভেন্টিলেটর, আইসিইউ, অক্সিজেনের অভাব যথেষ্ট। সংক্রমণে রাশ টানা না গেলে আগামীদিনে ভয়াবহ চিত্রের সাক্ষী থাকতে হবে বাংলাদেশকে, বলে মনে করছেন চিকিৎসকরা।
ব্যুরো রিপোর্ট