Daily

কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সবক্ষেত্রে যুক্তি, পাল্টা যুক্তি ইত্যাদির থেকেও অনেক বড় হয়ে ওঠে বিশ্বাস। আর সেই বিশ্বাসের ওপর ভর করেই এবার মন্দিরে বসল করোনা দেবীর মূর্তি। অবিশ্বাস্য হলেও, এটাই সত্যি যে করোনা- যা বর্তমানে একটি মারন ভাইরাস বৈ আর কিছু নয়, সেই ভাইরাসের হাত থেকে মুক্তি পেতেই মানুষের ভরসা এখন করোনা দেবী।
তামিলনাড়ুর কোয়েম্বাটোর মন্দির কর্তৃপক্ষ বিশ্বাস রেখেছেন এই দেবীর ওপরেই। তাই কামাটচিপুরী আধিনাম মন্দিরে বসান হল একেবারে করোনা দেবীর বিগ্রহ। সেখানে ভক্তরা এসে মন্দিরে পুজোও দিতে পারবেন। গ্রানাইট পাথর দিয়ে তৈরি এই মূর্তি পুজো হবে টানা ৪৮ দিন। আয়োজন করা হবে যজ্ঞেরও।
শুধু করোনা দেবীই নয়। যতবারই কোন মারণ রোগ এসেছে ততবারই মানুষের বিশ্বাস থেকে তৈরি হয়েছে একের পর এক বিগ্রহ। যেমন প্লেগ মারিম্মান মন্দির। এলাকাবাসীদের বিশ্বাস, এই দেবীই তাঁদের প্লেগের মত রোগের হাত থেকে রক্ষা করবেন। এবারেও সেই বিশ্বাস রইল একইজায়গায়। এবং মন্দিরে বসল করোনা দেবীর বিগ্রহ।
ব্যুরো রিপোর্ট