Daily
আবারও লকডাউনের ইঙ্গিত পেল মহারাষ্ট্র। পরিস্থিতি যেভাবে নাগালের বাইরে যাচ্ছে, তাতে দু’সপ্তাহ টানা লকডাউন করার ভাবনা চিন্তা করছে উদ্ধব ঠাকরের প্রশাসন। সংক্রমণের ভয়াবহতা এড়াতে লকডাউন ছাড়া অন্য কোন সমাধানের পথ খুঁজে পাচ্ছে না মহারাষ্ট্র সরকার।
গত রবিবার মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩,২৯৪ জন। যা গত বছরের পর একদিনে সর্বাধিক। সেখানে মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়েছে ৩৪ লাখের গণ্ডি। একদিনে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।
সংক্রমণ ঠেকাতে রবিবার মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানান, আগামী বুধবার থেকে অন্তত দু’সপ্তাহ লকডাউনের পথে যেতে পারে মহারাষ্ট্র। বৈঠকে উপস্থিত অন্যান্য স্বাস্থ্য বিশেষজ্ঞরাও লকডাউন জারির পক্ষে মত দিয়েছেন। এছাড়া বৈঠকে বিধিনিষেধ নিয়েও আলোচনা হয়েছে বিস্তারিত।
রাজ্যের পরিস্থিতি এতটাই উদ্বেগের যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে টুইট করে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে টাস্ক ফোর্সের সঙ্গে অক্সিজেন, বেডের ব্যবস্থা, ট্রিটমেন্ট প্রোটোকল, রেমডিসিভিরের ব্যবহার, বিধিনিষেধের মত প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। লকডাউনের পরে অর্থনীতিকে দাঁড় করানোও একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। আজ অর্থদপ্তরের সঙ্গে তাঁর আবারও বৈঠকে বসার কথা। ইতিমধ্যে মহারাষ্ট্রে নাইট কার্ফুর মত একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। যা ৩০ এপ্রিল পর্যন্ত লাগু থাকার কথা। এরই মধ্যে পরিস্থিতি আবারও লাগাম ছাড়ায় লকডাউনকেই সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে ঠাকরে প্রশাসন।
ব্যুরো রিপোর্ট