Market
হয়ত আবারও পাল্টে যেতে পারে ব্যাঙ্কের কর্মব্যস্ত ছবি। কাউন্টারের সামনে দীর্ঘ লাইনেও পড়তে পারে ইতি। কারণ কোভিড ভীতিতে তটস্থ ব্যাঙ্ক কর্মীরা।
বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই ব্যাঙ্ক কর্মীদের সুরক্ষার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাল ব্যাঙ্ক ইউনিয়ন। তারা আবেদন করেছে ন্যূনতম কর্মী নিয়ে ব্যাঙ্ক পরিষেবা দেওয়া হোক। একইভাবে কমিয়ে আনা হোক ব্যাঙ্কের টাইমিং।
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস সরাসরি অর্থমন্ত্রককে গত বছরের মত এই বছরেও অন্তত আগামী ৪ থেকে ৬ মাসের জন্য ফিজিক্যাল ব্যাঙ্কিং পরিষেবা বন্ধের আর্জি জানিয়েছে। পাশাপাশি তারা চিঠি দিয়ে জানিয়েছে, অন্তত ব্যাঙ্কের কাজের সময়ও যেন কিছুটা কমিয়ে দেওয়া হয়। সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত তারা ব্যাঙ্কের অফিস আওয়ার্সকে সীমাবদ্ধ রাখতে চাইছে।
ব্যাঙ্ক ইউনিয়নের দাবি, এই প্রস্তাব গ্রহণের ফলে ব্যাঙ্ক কর্মীদের অনেককেই ভাইরাসের হাত থেকে রক্ষা করা যাবে। এড়ানো যাবে সংক্রমণের ঝুঁকিও। যদিও কেন্দ্র এখনও তার সিদ্ধান্ত জানায় নি। তবে ইউনিয়নের আবেদন তাদের কাছে গুরুত্ব পাবে, এই কথা বলাই যায়।
ব্যুরো রিপোর্ট