Daily

অনুপ জয়সওয়াল, উত্তর দিনাজপুর : সাংস্কৃতিক কিংবা নাট্য চর্চার দিক থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর উল্লেখযোগ্য ।এই শহরে সাংসস্কৃতি সংস্থার পাশাপাশি বেশ কয়েকটি নাট্য দল রয়েছে।যারা শুনামের সাথে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাট্য চর্চা করে চলেছে।কিন্তু গত এক বছর যাবত করোনার কারণে সরকারি নিয়ম অনুসারে সব প্রকারের নাট্য চর্চা বন্ধ রয়েছে।ফলে কিছুটা হলেও হতাশ নাটকের সাথে যুক্ত শিল্পীরা এবং নাট্য প্রেমী মানুষেরা।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় , সরকারি নিয়ম মেনে কোন প্রকার অডিটরিয়ামে নাট্য উৎসব না করে খোলা আকাশের নিচে মুক্ত মঞ্চ বানিয়ে ২২ তারিখ সোমবার নাট্য উৎসবের সূচনা হলো কালিয়াগঞ্জের অনন্যা থিয়েটারের উদ্যোগে। চলবে আগামী বুধবার পর্যন্ত । অনন্য থিয়েয়ারের নিজেস্ব যায়গায় তিন দিন ব্যাপী নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে।দুই দিনাজপুর সহ মালদা জেলার বেশ কয়েকটি নাট্য দল অংশ গ্রহণ করছে ।বন্ধ ঘরে থাকার পর মুক্ত আকাশে নিচে নাট্য উৎসবে অংশ নিতে পেরে খুশি শিল্পীরা সহ নাট্য প্রেমী মানুষেরা।অনন্য থিয়েটারের অন্যতম সদস্য শুভাশিষ দাস বলেন নতুন প্রজন্মের যুবক যুবতীরা থিয়েটার মূখি হচ্ছে না।থিয়েটার মূখি হলে শারিরীক ও মানসিক ভাবে সুস্থ্য থাকা যায়।যাতে নতুন প্রজন্ম থিয়েটার মূখি হয় সেই কারণে এই নাট্য উৎসব ।