Trending

দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কচের পাশেই পড়ে রয়েছে কবিতার একটি খাতা। নেটদুনিয়ায় যে ছবি এখন প্রায় প্রত্যেকের টাইমলাইনে। সাদা ধব্ধবে পাতায় পেনের আঁকিবুঁকি ছাড়া রক্তের কোন চিহ্ন নেই। কিন্তু সেই খাতার মালিকের কী হাল? তা বোধ হয় আন্দাজ করা যাচ্ছে। দুর্ঘটনাগ্রস্থ ট্রেনের ছবিগুলোই যেন স্পষ্ট করে বলে দেয় দুর্ঘটনার ভয়াবহতা কতটা ছিল। বিভীষিকাময় ছবি বালেশ্বরের বাহানগা বাজার রেলস্টেশনের কাছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একাধিক বগি আর সঙ্গে মৃত্যুমিছিল। লাইনচ্যুত করমন্ডল এক্সপ্রেস।
১৯৭৭ সালের ৬ মার্চ যাত্রা শুরু করে করমন্ডল এক্সপ্রেস। ৪৬ বছরের এই যাত্রাপথে বহুবার দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি। ২০০২ সালে ১৫ মার্চ অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলায় হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের ৭ টি কামরা লাইনচ্যুত হয়। আহত হন ১০০ জনেরও বেশি। ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারী ওড়িশার জাজপুর কেওনঝড়ের কাছে আবারও লাইনচ্যুত হয় ট্রেনটি। মৃত্যু হয় কমপক্ষে ১৫ জনের। ২০১২-র ১৪ জানুয়ারি, ওড়িশার গঞ্জাম জেলায় করমন্ডলের ধাক্কায় মৃত্যু হয় ৬ টি হাতির। ২০১৫-এর ১৮ এপ্রিলে অন্ধ্রপ্রদেশের নিদাদাভলু রেলস্টেশনের আগুন লেগে যায় ট্রেনটিতে। ভয়াবহ ক্ষতি হয় দুটি বগির। তবে, এবারের দুর্ঘটনা করমন্ডল উপকূলের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে বড় দুর্ঘটনা। রেলের
মৃত্যুপুরী বালেশ্বর। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ঘটনাস্থলে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোড়কদমে চলছে উদ্ধারকাজ। করমন্ডল এক্সপ্রেসের শেষ কামরা গ্যাসকাটার দিয়ে কেটে শুরু হয়েছে যাত্রীদের উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। বন্ধ ওড়িশাগামী একাধিক ট্রেন চলাচল। বাতিল করা হয়ে হয়েছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস।
এছাড়াও ৩ রা জুন হাওড়া থেকে বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে,
হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস
হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস
খড়গপুর থেকে বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে
খড়গপুর-খুরডা রোড এক্সপ্রেস
খড়গপুর-ভদ্রক মেমু স্পেশ্যাল
শালিমার স্টেশন থেকে বাতিল করা হয়েছে,
শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস
শালিমার-হায়দ্রাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
গাইসাল থেকে জ্ঞানেশ্বরি অথবা বনাঞ্চল এক্সপ্রেসে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কা- গত কয়েকদশকে ভয়াবহ ট্রেন
দুর্ঘটনার সাক্ষী থেকেছে মানুষ। শুক্রবার করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা আরও একবার সেই স্মৃতি উস্কে দিল। প্রশ্ন উঠেছে রেলের উদাসীনতা নিয়ে। যদিও ইতিমধ্যেই তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনি বৈষ্ণব। গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ