Daily

দফায় দফায় বৃষ্টির কারণে মাঠে জল জমে বাঁকুড়ার মেজিয়া ব্লকের সোনাইচন্ডিপুর গ্রামের প্রায় কয়েকশো একর জমির বাদাম চাষ নষ্ট হওয়ার মুখে । জমা জলে পচতে শুরু করেছে বাদাম। তড়িঘড়ি করে মাঠ থেকে তা তুলে নেওয়ার চেষ্টা করছেন চাষিরা, কিন্তু শেষ রক্ষা হয়নি । ক্ষতিগ্রস্ত কৃষকদের বেশিরভাগই মহাজনের কাছে ঋণ নিয়ে চাষ করেছিলেন , সে ক্ষেত্রে ঋণের টাকা কিভাবে শোধ করবেন তা নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা
অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের প্রদেয় শষ্যবীমার আওতায় তারা অন্তর্ভুক্ত হতে পারবেন না বলে জানান কৃষকেরা। কেননা তাদের এই চাষের জমিগুলি পাট্টা হিসাবে তারা পেয়েছেন ।জমির উপযুক্ত কাগজপত্র এখনো তাদের হাতে পৌঁছায়নি ।
কৃষকেরা জানান গত ফাল্গুন মাসের মাঝামাঝি সময়ে ১৬,০০০ টাকা কুইন্টাল অর্থাৎ ১৬০ টাকা কেজি দরে বীজ কিনে এই বাদাম লাগিয়েছিলেন এবং প্রতি এক বিঘে জমি চাষ করতে প্রায় ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচা হয়েছে।বীজ কেনা এবং চাষের খরচ তারা তুলতে পারবেন কিনা তাও নিশ্চিত নয় ।
এই এলাকার প্রায় ৯০ শতাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল। কদিনের ব্যাপক বৃষ্টিতে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তারা। আগামী দিনগুলোতে কিভাবে সংসার চালাবেন তা ভেবেই আতঙ্কিত চাষীরা।
আব্দুল হাই, বাঁকুড়া