Market

গড়াগাছা ও পামারবাজারের হটমিক্স প্লান্টকে পরিবেশবান্ধব করতে হবে, নির্দেশিকা আগেই জারি করেছিল জাতীয় পরিবেশ আদালত। গত মাসের প্রকাশিত হলফনামায় জানানো হয়েছে, প্রয়োজনীয় প্রযুক্তির মাধ্যমে ওই দুই প্লান্টকে পরিবেশবান্ধব করা হয়েছে। তবে পরিবেশকর্মীরা সেই হলফনামাকে অসম্পূর্ণ বলে দাবি করেছেন।
রিপোর্ট অনুযায়ী, পামারবাজার ও গড়াগাছা প্লান্টে নির্গত ধোঁয়ায় ভাসমান ধূলিকণার মাত্রা হলো যথাক্রমে ৩.২৬ মিলিগ্রাম/ঘনমিটার এবং ৭.৬১ মিলিগ্রাম/ঘনমিটার যা নির্ধারিত মাত্রা অর্থাৎ যথাক্রমে ১৫০ মিলিগ্রাম/ঘনমিটার এবং ৩০০ মিলিগ্রাম/ঘনমিটার এর মধ্যেই রয়েছে। তবে সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেন ডাই-অক্সাইডের মাত্রার ক্ষেত্রে লেখা রয়েছে— ‘টু বি সাবমিটেড বাই রেকগনাইজড ল্যাব’। অর্থাৎ দুটির ক্ষেত্রেই অজানা তথ্য থেকে গেল, কিন্তু পুরসভা দাবি করলো যে প্লান্ট দুটি থেকে কোনো দূষণ হচ্ছে না। স্বভাবতই প্রশ্ন তুলেছেন একাধিক পরিবেশকর্মীরা।
অন্যদিকে, ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ স্বীকৃত বিকল্প পদ্ধতিতে রাস্তা তৈরির জন্য ইতিমধ্যেই বিস্তারিত পরিকল্পনাসহ একটু রিপোর্ট তৈরি করা হয়েছর। ইতিমধ্যেই যা অনুমোদনের জন্য পুর ও নগরোন্নয়ন দফতরের কাছে পাঠানো হয়েছে। কিন্তু কেন কোনও নির্দিষ্ট বিকল্প পদ্ধতির কথা উল্লেখ করা নেই? তা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিবেশকর্মীরা। যদিও পুরো কর্তৃপক্ষ জানিয়েছেন যে আদালতের নিয়ম মেনেই যাবতীয় কাজ চলছে।
ব্যুরো রিপোর্ট