Market
হাসপাতালের আনুষঙ্গিক খরচ বইবে কোম্পানিগুলি। কারণ অন্যান্য খরচ এবার স্বাস্থ্যবিমার আওতায়। এতদিন হাসপাতালের আনুষঙ্গিক যে খরচগুলো করতে হত রোগীর পরিবারকে, এবার থেকে সেই খরচও এসে যাবে স্বাস্থ্যবিমায়। ফলে অনেকটাই রেহাই পাবেন রোগীর পরিবার।
স্যানিটাইজার, পিপিই কিট, মাস্ক, ব্যান্ডেজ, তুলো, মেডিকেল গ্লাভস, সিরিঞ্জের মত খরচা আগে দিতে হত রোগীর পরিবারকেই। যে কারণে হেলথ প্ল্যানের বাইরে ছিল এইসবকটি কনজিউমেবল আইটেম। কিন্তু পাল্টেছে পরিস্থিতি। বর্তমান সময়ে এসবের চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে কেয়ার হেলথ ইনশিওরেন্স, ম্যাক্স বুপা, ডিজিট ইনশিওরেন্সের মত বিমা সংস্থা এই সকল খরচকেই নিয়ে আসছে স্বাস্থ্যবিমার আওতায়।
জানা গিয়েছে, আগে মেডিকেল বিলের ২-৩% সিরিঞ্জ, নিডলের মত আনুষঙ্গিক খরচার খাতে ধরা হত। আজ সেটাই পৌঁছে গিয়েছে বিলের ১৫-২০ শতাংশে। ফলে, চাহিদা বৃদ্ধির কারণেই আজ কনজিউমেবল আইটেমগুলিকে স্বাস্থ্যবিমার আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট