Market
ভাইরাসের দ্বিতীয় কামড়ে শিল্পক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হলেও নির্মাণ কাজে ব্যবহৃত যন্ত্রাংশ তৈরির সংস্থাগুলিতে দাঁত ফোটাতে পারে নি ভাইরাস। বরং সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের ঠোঁটে চওড়া হাসিই লক্ষ্য করা গেল। দেশ জুড়ে একের পর এক কনস্ট্রাকশন প্রোজেক্ট চালু হওয়ায় তারা আশাবাদী, ভবিষ্যতে পরিস্থিতির অবনতি হবে না।
করোনা ভাইরাসের প্রথম ঝড়ে হোঁচট খেয়েছিল যন্ত্রাংশ তৈরির সংস্থাগুলি। থমকে গেছিল ব্যবসা। কিন্তু একের পর এক ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, মেট্রো রেল, পাওয়ার প্ল্যান্টের মত ভারি প্রোজেক্টগুলি চালু হওয়ায় ব্যবসা মসৃণ হয়েছে। গত অর্থবর্ষে সংস্থাগুলির ব্যবসা বেড়েছে ৭%। তারা আশা রাখছে, নতুন অর্থবর্ষেও ব্যবসা বেড়ে দাঁড়াবে ১০-১৫%-এ। চাহিদা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ৩ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনাও দেখা গেছে। এক্সক্যাভেটর, ক্রেনের মত নির্মাণ কাজে ব্যবহৃত গাড়ির বিক্রি বেড়ে দাঁড়াতে পারে ৯০ হাজারের মত।
যন্ত্রাংশ তৈরির এই ব্যবসা থেকে দেশের বার্ষিক আয় ৭ বিলিয়ন ডলারের মত। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সরকার পরিকাঠামো উন্নয়নে জোর দেওয়ায় ফিরেছে ব্যবসার হাল। কেটেছে মন্দার ছায়া।।
ব্যুরো রিপোর্ট