Market
বি পি এন ডেস্কঃ নির্বাচনের আবহে কুর্সি দখলের আশায় বারবার কেন্দ্রের নেতা-মন্ত্রীরা দাবি করে এসেছেন ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি। শক্তপোক্ত হয়ে উঠছে অর্থনীতির ভিত। কিন্তু অর্থবর্ষের একেবারে শেষ দিনে আমজনতার সামনে যে তথ্য উঠে এলো, তারপরেই প্রশ্ন উঠছে তাঁদের দাবির ভিত্তি কী? বুধবার কেন্দ্রের পরিসংখ্যান থেকেই স্পষ্ট হল, ভালো নেই দেশের অর্থনৈতিক অবস্থা। সঙ্কুচিত হয়েছে পরিকাঠামো ক্ষেত্র। গত ফেব্রুয়ারি মাসে। সংকোচনের হার আগের বছরের এই সময়ের তুলনায় ৪.৬%। অর্থাৎ, বেহাল অবস্থা উৎপাদনের।
কয়লা, পেট্রোপণ্য, প্রাকৃতিক গ্যাস, অশোধিত তেল থেকে শুরু করে সিমেন্ট, ইস্পাত, বিদ্যুতের মত পরিকাঠামোর সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উৎপাদন কমেছে নজিরবিহীন। যা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিল, করোনা পরিস্থিতির আগের অবস্থায় ফিরে আসা বর্তমানে ভারতের পক্ষে বেশ কঠিন।
অতিমারির প্রাথমিক পর্যায়ে শিল্পজগতের চাকা ঘুরতে শুরু করলে এবং ভ্যাক্সিনেশন প্রক্রিয়া শুরু হলে বিশেষজ্ঞরা আশা করেছিলেন, ক্রমশ হারানো জমি ফিরে পাবে দেশের অর্থনীতি। কিন্তু বাস্তবে ছবিটা একেবারেই বিপরীত। বিশেষজ্ঞমহল আশঙ্কা করছেন, উৎপাদন আরও কমে যাবার সম্ভাবনা রয়েছে। কারণ, কোভিডের দ্বিতীয় ঢেউ। সবমিলিয়ে বলাই যায়, অর্থবর্ষের শেষ দিনে পরিকাঠামো বেশ ভয় ধরিয়েই দিল অর্থনীতিকে।