Daily

ফোনপে ব্যবহার করেন তো? অবশ্যই জেনে রাখুন এই নিয়ম। নয়তো গুনতে হতে পারে বাড়তি টাকা। মোবাইল রিচার্জ থেকে ইলেক্ট্রিক বিল বা অনলাইনে কেনাকাটার পেমেন্ট। ডিজিটাল যুগে ফোনপে ব্যবহার করেন না এমন লোক নারী বললেই চলে। এবার সেই বিপুল সংখ্যক ফোনপে গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিলো সংস্থা।
ফোনপের বেশ কিছু ইউজার আছেন যারা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোনপে ওয়ালেটে টাকা ট্রান্সফার করে লেনদেন করেন। দুঃসংবাদ সেই সমস্ত গ্রাহকদের জন্যই। সংস্থা জানিয়েছে, এবার থেকে ফোনপে ওয়ালেটের সঙ্গে ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০০ টাকা যুক্ত করতে হলে ২.০৬% জিএসটি-র সঙ্গে বাড়তি চার্জ দিতে হবে গ্রাহককে। ২০০ বা ৩০০ টাকা যুক্ত করতে হলে যথাক্রমে ৪.১৩% ও ৬.১৯% জিএসটি আর সাথে এক্সট্রা সার্ভিস চার্জ গুনতে হবে গ্রাহককে।
তবে গ্রাহক যদি ইউপিআই আইডি বা ডেবিট কার্ডের মাধ্যমে ফোনপে ওয়ালেটে টাকা যুক্তনকরেন, সেক্ষেত্রে কোনোরকম জিএসটি বা এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না গ্রাহককে।
ব্যুরো রিপোর্ট