Daily

রেজাউল হক তথা মন্টু বিশ্বাসের স্ত্রী রোকিয়া খাতুনকে সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করল জাতীয় কংগ্রেস। গত বুধবার এক বিবৃতিতে দলীয় প্রার্থী হিসেবে কংগ্রেসের পক্ষ থেকে রোকিয়ার নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সামশেরগঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে আগেই কংগ্রেসের তরফ থেকে প্রার্থী করা হয়েছিল রোকিয়া খাতুনের স্বামী রেজাউল হক’কে। কিন্তু চলতি মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন রেজাউল। নির্বাচনের আগেই তাঁর মৃত্যু হয়। তারপরেই দলের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়, প্রার্থী হবেন রেজাউলের স্ত্রী রোকিয়া খাতুন। সেইমতই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়ালেন রোকিয়া।
সঞ্জয় চৌধুরী , মুর্শিদাবাদ