Daily

একুশের বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে শুরু হয় দলবদলের হিড়িক। সেই সময় মুড়ি মুড়কির মত ঘাসফুল থেকে পদ্মফুলে নেতা মন্ত্রীরা যেতে শুরু করেন তাঁদের রাজনৈতিক কেরিয়ার উন্নতির জন্য। কিন্তু আশাহত হন প্রত্যেকেই। দেখা যায়, বাংলা হাতছাড়া করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সেই একই ছবি কি আবারও দেখা যেতে চলেছে কংগ্রেসের ক্ষেত্রেও? হঠাৎ কানাঘুষো শোনা যাচ্ছে কংগ্রেস থেকেও নাকি বিজেপি শিবিরে পা বাড়াবার জন্য অপেক্ষায়। শোনা যাচ্ছে, ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন কংগ্রেস শিবিরের একজন বড় নেতা। যিনি আবার সংসদের বড় দায়িত্বও একসময় সামলেছেন। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতির পদেও। সূত্রের খবর, উত্তর ভারতের কংগ্রেসের বেশ কিছু নেতাও যোগদান করতে পারেন বিজেপি শিবিরে। তাদের মধ্যে অনেকের সঙ্গে বাংলার যোগাযোগ রয়েছে বেশ ঘনিষ্ঠ। এবং প্রত্যেকেই রাজনীতির বেশ তাবড় ব্যক্তিত্ব।
এই কথা চাউর হতেই বিজেপির দিল্লি হেডকোয়ার্টারের ব্যস্ততা অনেকগুণ বেড়ে যায়। যদিও জানা যায়নি, আবার কে কংগ্রেসের হাত ছেড়ে দিয়ে পদ্ম শিবিরে যোগদান করতে চলেছেন। তবে খবর এই যোগদান মঞ্চে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
ব্যুরো রিপোর্ট