Daily

ইয়াসের তান্ডবে জেলাগুলিতে কত কী ক্ষতি হয়েছে, তাই স্বচক্ষে দেখতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হিঙ্গলগঞ্জের মত সাগরদ্বীপেও আসবেন মমতা। সেইমত সকাল থেকেই প্রশাসনিক ব্যস্ততা ছিল তুঙ্গে। এরই মধ্যে জল সরবরাহ নিয়ে তুমুল ঝামেলা লেগে গেল দুই গ্রামবাসীদের মধ্যে। উত্তেজনা এতটাই বাড়ল যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হল সাগর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর বিধানসভার কচুবেড়িয়া বাজারে। ঝামেলার সূত্রপাত জল সরবরাহ নিয়ে।
ঘটনা সূত্রে জানা গিয়েছে, ইয়াসের কারণে জলমগ্ন গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা। বাদ নেই সাগরের দুটি গ্রাম কশতলা এবং শিবপুর বকুলতলা। ঝামেলা শুরু হয় জল সরবরাহ নিয়ে। প্রথমে জল সরবরাহ করা হয় কশতলা গ্রামে। শিবপুর বকুলতলা গ্রামে জল সরবরাহ না হওয়ায় গ্রামবাসীরা রাস্তা কেটে জল সরবরাহ করতে চায়। কিন্তু বাধা দেয় কশতলার গ্রামবাসীরা। এরপরেই দুই গ্রামের মানুষরাই জড়িয়ে পড়েন বচসায়। ক্রমশই এলাকায় তৈরি হয় ব্যপক উত্তেজনা। খবর পেয়ে সেখানে ছুটে যায় সাগরদ্বীপের বিশাল পুলিশ বাহিনী। সাগরদ্বীপে আজ মুখ্যমন্ত্রীর ভিজিট করার কথা। কিন্তু তার আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
নবাব মল্লিক, গঙ্গাসাগর