Daily

পেট্রোল ডিজেল এর দাম তো আকাশ ছোঁয়া। বাদ নেই রান্নার গ্যাসেও। আবার অনেক গ্রাহকের অভিযোগ তাঁদের খাতায় ঢুকছে না ভর্তুকির টাকা। তাই আপনার খাতায় টাকা ঢুকছে কিনা নিশ্চিত হতে এই পন্থা অবলম্বন করতে পারেন –
প্রথমে www.mylpg.in এই ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে আপনি যে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেই সংস্থার সিলিন্ডারে ক্লিক করুন। তারপর সেই সংস্থার ওয়েব সাইট খুলে যাবে সেখানে সাইন ইন ও নিউ ইউজার-এর অপশন থাকবে। যদি আগেই আইডি থাকে তাহলে সেক্ষেত্রে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে হবে আর যদি না থাকে তাহলে নিউ ইউজার- এ লগ ইন করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলবে এবং সিলিন্ডার বুকিং হিস্ট্রি আসবে। সেখানে ক্লিক করলেই সমস্ত তথ্য পেয়ে যাবেন। কবে কত টাকা ঢুকেছে বা আদেও টাকা ঢুকছে কিনা।
অনেক ক্ষেত্রে আধার কার্ড যুক্ত করা না থাকলে টাকা আসেনা। আবার যদি কারোর আয় ১০লাখ টাকা বা তাঁর বেশি হয় সেক্ষেত্রেও টাকা আসেনা। এই সম্পর্কে কোনও অভিযোগ থাকলে ১৮০০২৩৩৩৫৫৫ এ অবশ্যই ফোন করতে পারেন।
ব্যুরো রিপোর্ট