Daily

পাপাই সরকার, পূর্ব বর্ধমান: ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠলো পূর্ব বর্ধমানের পূর্বস্থলী নতুন দামপাল চর এলাকা। ভারতীয় জনসংঘ করার অপরাধে তিন ভাই ও তাদের পরিবারের লোকজনকে মারধোর করে আটকে রাখার অভিযোগ উঠলো বিজেপির কর্মীসমর্থকদের বিরুদ্ধে।বৃহস্পতিবার রাতের এই ঘটনায় ব্যাপক চান্চল্য ছড়ায় পূর্বস্থলী থানার নতুন দামপাল পাখির চর এলাকায়।কয়েক ঘন্টা পর আটকে রাখা দুই ভাইকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করে পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়. একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার কারণে ১ জনকে বর্ধমান রেফার করা হয়েছে. পাশাপাশি আক্রান্তের স্ত্রীরা তাদেরকে আটকাতে গেলে তাদেরও শ্লীলতাহানি করে বলে অভিযোগ ওই বিজেপি নেতাকর্মীরা. ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে নতুন দামপাল এলাকায়. এক চাটাই বৈঠক চলছিল এমন সময় সেই মিটিংয়ে গ্রামেরই ছেলে বিক্ষুব্দ্ধ বিজেপি কর্মী সুজয় বিশ্বাসকে তারা ফোন করে ডাকলে সে যায়।যদিও এর মধ্যে কয়েকদিন আগেই সে ভারতীয় জনসংঘ দলে যোগ দেয়।অভিযোগ, বৈঠক চলাকালীন বিজেপির কর্মীরা সুজয়কে চড় থাপ্পর মারে।সেই অপমান সহ্য করতে না পেরে সে বাড়িতে এসে ঘটনার কথা জানায়।এরপরেই তার দাদা বাবলু বিশ্বাস ও সন্জয় বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ভাইকে মারার কারণ জিজ্ঞাসা করতেই বিজেপি কর্মী সমর্থকরা তার উপর চড়াও হয়. এই দেখে বাবলুর স্ত্রী সহ পরিবারে অন্য মহিলারা ঘটনাস্থলে গেলে তাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ. এই ঘটনার পর বাবলু ও সন্জয়কে আটকে রাখার অভিযোগ ওঠে।খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক পরে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে।তারপরই এদিন রাত দশটা নাগাদ তাঁদের উদ্ধার করে পূর্বস্থলী ব্লক হসপিটালে নিয়ে আশা হয়. এই বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।