Daily

দেবস্মিতা মণ্ডল , উত্তর 24 পরগনাঃ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানা ভারত-বাংলাদেশ সীমান্তের ইটিন্ডা গ্রামের ঘটনা। বছর 26 এর আক্তারুল গাজী পেশায় শ্রমিক, আজ মঙ্গলবার ভোররাতে স্থানীয় পরিচিত কয়েকজন যুবক 200 টাকা তার কাছে চায়। না দিলে তাকে মদের বোতল ভেঙে এলোপাতাড়ি মারতে থাকে। সেই সময় তাঁর সহকর্মী মোতালেব মন্ডল প্রতিবাদ করলে, তাকেও বেশ কয়েক রাউন্ড ছররা গুলি মারে বলে জখম হয় দুইজন। আক্তারুল ও মোতালেব এদেরকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে। কি কারনে দুষ্কৃতীরা এসে তাকে ২০০, টাকা চাইলো না দেয়ার জন্য তাকে মদের বোতল ভেঙ্গে মারধর করল, তার তদন্ত শুরু করেছে পুলিশ তবে প্রাথমিক অনুমান যাদের সঙ্গে বচসা গন্ডগোল মাধ্যম গুলি হল সবই এদের একে অপরের পূর্বপরিচিত । এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়নি।