Prime
Daily
অভিযোগঃ ভোট না দেওয়ায় পানীয় জলে কীটনাশক!
By Business Prime News | April 8, 2021
WordPress database error: [Unknown column 'insertionMethod' in 'where clause']SELECT * FROM nex_xyz_ips_short_code WHERE insertionMethod = 1 AND status = 1
Daily
নবাব মল্লিক , দক্ষিণ ২৪ পরগনা: রায়দিঘি বিধানসভার লালপুরের রানাঘাটা এলাকায় কীটনাশক মিশ্রিত পানীয় জল খেয়ে গুরুতর অসুস্থ বেশ কয়েকজন বাসিন্দা।অভিযোগ কে বা কারা স্থানীয় একটি টিউবওয়েলে কীটনাশক মিশিয়ে দিয়েছে । প্রতিবাদে রায়দিঘি-বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। অবরোধকারীদের বক্তব্য ভোট না দেওয়ায় তৃনমূলের দুষ্কৃতিরা এই কাজ করেছে । যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান রায়দিঘী বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী।তিনি গ্রামবাসীদের পরিস্রুত পানীয় জলের বন্দোবস্ত করেছেন বলে জানা গেছে । ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।