Market
লকডাউন হোক বা না হোক, করোনার ভীতি তাড়া করছে সর্বত্র। কিন্তু তার জন্য আর্থিক কর্মকাণ্ড থেমে থাকবে না। বন্ধ হবে না কর্পোরেট দুনিয়ার চাকা। তাই কাজে ভাটা নয়, আবার অফিসে আসাও নয়। বাড়িতে বসেই কাজ করবার সিদ্ধান্ত নিয়েছে দেশের বড় বড় সংস্থাগুলি।
টিসিএস, ইনফোসিস, আইবিএম, রেমণ্ড, ডেলয়েটের মত একাধিক কোম্পানিগুলির শীর্ষ মহলের বক্তব্য, নিজেদের কর্মী সুরক্ষার কথা মাথায় রেখে আবারও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে তারা। যে সব রাজ্যে সংক্রমণ বেশি শুধু সেখানেই এই সিদ্ধান্ত বহাল থাকবে না। এই নিয়ম লাগু করা হবে সব জায়গায়। ই-মেলের মাধ্যমে জানিয়েও দেওয়া হচ্ছে সংস্থার কর্মীদের। টিসিএস বা আইবিএমের মত কর্পোরেট জায়ান্ট জুন মাসের শেষ পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছে। একইভাবে রেমণ্ড জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে বাড়ি থেকেই কর্মীদের কাজ করানোর পক্ষপাতী তারা।
একদিকে যখন সংক্রমণের গ্রাফে ধরছে না রাশ, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে সরকারের তখন অর্থনীতির অবস্থাও খুব একটা স্বস্তির নয়। এর মধ্যে কর্পোরেট দুনিয়া কোনভাবেই নিজেদের হোয়াইট কলার কর্মীদের সমস্যার মুখে ফেলতে রাজি হচ্ছে না। তাই ওয়ার্ক ফ্রম হোম কালচারেই আস্থা রাখছে সংস্থাগুলি।
ব্যুরো রিপোর্ট