Trending
অতিমারি পরিস্থিতিতে কাজ হচ্ছে বাড়িতেই বসেই। অফিস থেকে পড়াশুনো সবই এখন বাড়ির চার দেওয়ালের মধ্যে থেকেই করতে হচ্ছে। এবং তার জন্য প্রয়োজন পড়ছে হাই স্পিড ইন্টারনেটের। এক বছর আগে যা আবশ্যিক ছিল না, আজকের দিনে অফিস কর্মী থেকে পড়ুয়া- প্রত্যেকের কাছেই দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা অত্যাবশ্যক হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে একাধিক টেলিকম সংস্থা নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। এর মধ্যে গ্রাহকদের জন্য কোন কানেকশনটি নেওয়া আকর্ষণীয় হবে, আসুন জেনে নেওয়া যাক।
জিও ফাইবার ব্রডব্যান্ড: টেলিকম দুনিয়ার কথা হচ্ছে অথচ জিও থাকবে না তা কি করে হয়। গ্রাহকদের স্বার্থে সাধ্যের মধ্যে অম্বানি সংস্থা রিলায়েন্স জিও নিয়ে এসেছে আকর্ষণীয় অফার। মাত্র ৩৯৯ টাকা দিয়ে রিচার্জ করলে একমাসের জন্য পাওয়া যাবে ৩০ এমবিপিএস স্পিড। তার সঙ্গে আনলিমিটেড কলের জন্য একটি ল্যান্ডলাইন নাম্বার। নেটের স্পিড যদি বাড়াতে চান, তাহলে রিচার্জ করতে পারেন ৪৯৯ টাকা। পেয়ে যাবেন ৪০ এমবিপিএস স্পিড সঙ্গে ৩৩৩৩ জিবি ডেটা। আর যদি আপনি ৬৯৯ টাকা রিচার্জ করেন, তাহলে নিঃসন্দেহে পেয়ে যাবেন ১০০ এমবিপিএস স্পিড।
বিএসএনএল ভারত ফাইবার প্ল্যান- জিওর সঙ্গে টক্কর দিতে প্রতিযোগিতায় নেমেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় টেলিকম সংস্থা বিএসএনএল। জানা গিয়েছে, ৪৪৯ টাকায় দিচ্ছে ৩০এমবিপিএস ইন্টারনেট স্পিড দিচ্ছে বিএসএনএল। সেক্ষেত্রে ব্যবহার করা যাবে ৩৩০০ জিবি ডেটা। এছাড়াও পাবেন ল্যান্ডলাইন নম্বর থেকে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। আর ১০০ এমবিপিএস স্পিড পেতে গেলে ৭৯৯ টাকার প্ল্যান তো রয়েছেই।
এমটিএনএল- এমটিএনএল আপাতত শুধু দিল্লি এবং মুম্বইতে পরিষেবা দিচ্ছে। যেখানে ১০০ এমবিপিএস পেতে গেলে আপনাকে রিচার্জ করতে হবে ৭৭৭ টাকা।
ব্যুরো রিপোর্ট