Market
এমনিতেই করোনা কালে মানুষের হাত থেকে বেরিয়ে গিয়েছে যাবতীয় পুঁজি। তারওপর রয়েছে মূল্যবৃদ্ধির চোখ রাঙানি। আর এই দুয়ের সাঁড়াশি চাপে পড়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
জানা গিয়েছে, মে মাসে দেশের সামগ্রিক মূল্যবৃদ্ধি ছিল ৬.৩% এবং জুন মাসে মূল্যবৃদ্ধি সামান্য কমে দাঁড়ায় ৬.২৬%। কিন্তু এইটুকু পারা পতনে আখেরে লাভের লাভ কিছু হয়নি সাধারণ মানুষের। জানা গিয়েছে, রিজার্ভ ব্যাঙ্কে এই সীমা রয়েছে ৬%-এর ওপরে। ৬ মাসে এই নিয়ে যা দ্বিতীয়বার।
মে মাসে পাইকারি মূল্যবৃদ্ধি টানা ৫ মাস বাড়তে বাড়তে পৌঁছে যায় ১২.৯৪%-এ। যা ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, পেট্রোল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে দেশীয় বাজারে সমস্ত পণ্যের দাম বেড়েছে লাফিয়ে। আর তার জেরেই হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের।
সূত্রের খবর, পেট্রোল-ডিজেলের বেলাগাম মূল্যবৃদ্ধির কারণেই পাইকারি বাজারেও লেগেছে আগুন। ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে কয়েকগুণ। কারণ পেট্রোপণ্যের দাম বাড়ায় পরিবহন খরচাও একধাক্কায় বেড়ে গিয়েছে অনেকটা। যার সামগ্রিক প্রভাব পড়েছে পাইকারি বাজার থেকে সাধারণ মানুষের জীবনে।
ব্যুরো রিপোর্ট