Daily

এবার বাণিজ্যিক গাড়ির দাম বাড়াতে চলেছে টাটা মোটরস, হণ্ডা, রেনোর মত কোম্পানিগুলি। একাধিক বাছাই করা মডেলের দাম বাড়তে পারে ২% পর্যন্ত। মাত্রাতিরিক্ত হারে ইনপুট খরচ বৃদ্ধি পাওয়ায় দাম বাড়াতে চলেছে গাড়ি সংস্থাগুলো। আগামী বছরের শুরু থেকেই এই বর্ধিত দাম লাগু হতে পারে বলে জানা গিয়েছে।
পণ্যের দাম, কাঁচামালের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইনপুট খরচ বৃদ্ধি পাওয়ার কারণে দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে গাড়ি সংস্থাগুলি। গাড়ির সংস্থার এই বর্ধিত ইনপুট খরচ আংশিক ভাবে কমানোর জন্য স্বল্প মেয়াদের একটা মূল্যবৃদ্ধি আবশ্যক বলে মনে করছে তারা। তবে এই মূল্যবৃদ্ধির বোঝা যাতে গ্রাহককে কাবু না করে সে দিকটাও খেয়াল রাখা হবে বলে জানিয়েছে হণ্ডা কারস-এর এক কর্মকর্তা।
ইস্পাত, তামা, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম সহ গত ১ বছরে দাম বেড়েছে গাড়ি তৈরির জন্য প্রয়োজনীয় ইনপুটের। সাথে পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি তো রয়েছেই। আর এই সব কিছুর মিলিত কারণে, ২০২২ সালের জানুয়ারী থেকেই বর্ধিত দামের বোঝা বসতে চলেছে গ্রাহকদের কাঁধে।
ব্যুরো রিপোর্ট