Market
বি পি এন ডেস্ক: আর্থিক বৈষম্যের ছবিটা আরও স্পষ্ট হয়ে উঠছে পোস্ট অতিমারি বর্ষে। অর্থনীতিতে নেমেছে ধ্বস। বেকারত্ব, গরিবিয়ানা সবই যেন দেশের অর্থনীতির ছবিটা আরও ভালো করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রতিটা দিন বেঁচে থাকা কতটা কঠিন।
কিন্তু এই ছবি যখন দেশের সাধারণ গরিব মানুষের বর্তমান হালহকিকত পরিষ্কার করে দিয়েছে, তখন অন্যদিকে আরেকটা ছবি দাঁড় করিয়েছে সাম্প্রতিক একটি সমীক্ষা। উপদেষ্টা সংস্থা নাইট ফ্র্যাঙ্কের সমীক্ষা থেকে জানা গিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতে অতি বিত্তবানের সংখ্যাটা বাড়বে লাফিয়ে। শতাংশের হিসেবে যা প্রায় ৬৩%। এবং এই বৃদ্ধির নিরিখে ভারতবর্ষ আছে গোটা বিশ্বে দ্বিতীয় স্থানে। ঐ ৬৩ শতাংশের মধ্যে ধনকুবেরের সংখ্যা বাড়বে ৪৩%। সবচেয়ে অবাক করা বিষয় হল, বিশ্বে বৃদ্ধির হার ২৪%।
জানা গিয়েছে, দেশের আর্থিক উন্নতি যত হবে ততই বাড়বে নতুন পুঁজিপতিদের সংখ্যা। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে ভারত হয়ে উঠবে এশিয়ার সুপার পাওয়ার। বর্তমানে ভারতে অতি বিত্তবানের সংখ্যা ৬৮৮৪। পাঁচ বছরে ঐ সংখ্যাটা পৌঁছবে ১১ হাজারের বেশি। ২০২০ সালে ধনকুবেরের সংখ্যা ছিল ১১৩। ২০২৫ সালে হবে ১৬২। প্রায় পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনীতি নিয়ে ভারত হয়ে উঠবে পুঁজিপতিদের হাব।
কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক যে দেশের সাধারণ গরিব মানুষের জীবনধারন অর্থনীতির কঠিন ফাঁসে পড়ে গেছে, সেই দেশের মুষ্টিমেয় কিছু লোকের ব্যাংকব্যালেন্স আরও ফুলে ফেঁপে উঠছে। তবে আর্থিক উন্নতির হাওয়া দেশের আমজনতার গায়ে লাগলেই, সার্বিক উন্নতি হবে চোখে পড়ার মত।