Daily

লম্বা লেজ, সবুজ বলয়ই জানান দিচ্ছে, আর দেরি নেই। আগামী ডিসেম্বরেই কাছাকাছি আসছে ধুমকেতু লিওনার্ড। ডিসেম্বরের গোড়ার দিক থেকে এক্কেবারে মাসের শেষ পর্যন্ত খালি চোখেই দেখা যাবে ধুমকেতু লিওনার্ড- কে। খুব শীঘ্রই সে চলে আসবে পৃথিবী আর তার যমজ গ্রহ শুক্রের দিকে। জানুয়ারি নাগাদ দূরত্ব বাড়বে ফের। ফিরে আসবে আবার ১২ বছর পর।
জানুয়ারি মাসের ৩ তারিখে লাল গ্রহের কক্ষপথ পেরোনোর সময় এই ধুমকেতুটিকে আবিষ্কার করেন মাউন্ট লেমন অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী জি জে লিওনার্ড। তাঁর নাম অনুসারেই ধুমকেতুটির নাম হয় লিওনার্ড। যদিও জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এর নাম দেওয়া হয়েছে C/2021 A1। ডিসেম্বরের মাঝামাঝি লিওনার্ড আকাশের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে চলে যাবে বলে জানিয়েছে নাসা।
সূর্য থেকে দূরত্ব বৃদ্ধির সাথে সাথে ধুমকেতুটির লেজ ক্রমশই লম্বা হতে থাকে। আসলে সূর্যের কাছাকাছি আসতে থাকলে ধুমকেতুর ভিতরে থাকা বরফ সূর্যের তাপ ও টানে বেরিয়ে এসে এই লেজের সৃষ্টি করে। আর যত দূরত্ব কমে ততই লেজ লম্বা হতে থাকে। আর এই সবুজ বলয় লম্বা লেজের ধুমকেতুর দর্শন পাবে পৃথিবীবাসী।
ব্যুরো রিপোর্ট