Daily

বাংলার মেগা পর্যটন সাম্রাজ্যের একেবারে গায়ে লাগানো গাজলডোবা। অথচ লোকসমাগম সেই হিসেবে যৎসামান্য। তবে এখন যদিও গাজলডোবার পর্যটনের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে রঙিন মাছ। আর সেই রঙিন মাছ দেখতে এখন কাতারে কাতারে লোক জমা হচ্ছে গাজলডোবায়। দিনভোর সেখানে কাটিয়ে সন্ধ্যায় ঘরে ফেরেন তারা। মোট কথায়, উত্তরবঙ্গে পর্যটনের আরেক নাম হয়ে উঠেছে গাজলডোবা।
রঙিন মাছ চাষ করে এলাকার অর্থনীতির ছবিতে একটা বড় রকমের বদল এনেছেন গাজলডোবার মিঠুন মালো। চার বছর আগে মাত্র এক বিঘা পরিমান পুকুরে এই রঙিন মাছ চাষ করা শুরু করেছিলেন তিনি। এখন পুকুরের পরিমান বেড়েছে। প্রায় ২ বিঘা পুকুরে সেই চাষ শুরু করেছেন।
কি কি মাছ চাষ হচ্ছে এখানে?
রঙিন মাছ চাষে কলকাতার উপর নির্ভরতা কমাতে এই নতুন ধরণের চাষ শুরু করেন মিঠুন বাবু। ব্যবসা লাভজনক। তবে নগদের কিছুটা ঘাটতি থাকার জন্য চাহিদা থাকা সত্ত্বেও যোগানে সমস্যায় পড়ছেন তারা। কোথায় কোথায় সাপ্লাই হচ্ছে এখানকার রঙিন মাছ?
ব্যবসা বাড়ানোর ব্যাপারে বিশেষ আগ্রহ প্রকাশ করেছেন মিঠুন বাবু। আর সেই জন্য স্থানীয় কৃষি দপ্তর এবং মৎস্য দপ্তরের সাহায্য আশা করছেন তিনি। আর এরফলে আগামীদিনে আর অনেকেরই এই চাষে আগ্রহ বাড়বে বলেও জানান তিনি।
অরূপ পোদ্দার
শিলিগুড়ি