Jobs

মাধ্যমিক পাশ করেছেন? এখনি একটা চাকরির দরকার? আপনাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। কোচিন শিপইয়ার্ড লিমিটেড বিভিন্ন পদে প্রায় ৩০০ জন মাধ্যমিক পাশ লোক নিচ্ছে।
কোচিন শিপইয়ার্ড লিমিটেড ‘ফ্যাব্রিকেশন অ্যাসিস্ট্যান্ট’, ‘আউটফিট অ্যাসিস্ট্যান্ট’ ইত্যাদি বিভিন্ন পদে প্রায় ৩০০ জন লোক নিচ্ছ।
বয়সঃ ২৮-০৭-২৩ এর হিসেবে ৩০ বছরের মধ্যে ( সংরক্ষিত দের জন্য বয়সের ছাড় আছে)
কারা কোন পদের যোগ্যঃ
১) ফ্যাব্রিকেশন অ্যাসিস্ট্যান্ট (শীট মেটাল ওয়ার্কার ) ঃ মাধ্যমিক পাশ করার পর আই টি আই থেকে ফিটার বা শীট মেটাল ওয়ার্কার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়া কাটিং, ফিট আপ ও ওয়েল্ডিং সংক্রান্ত কাজে অন্তত ৩ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদঃ ২১ টি (জেনা ৩, ও.বি.সি ১১, তঃজাঃ ৬ তঃউঃজাঃ ১)
২)আউট ফিট অ্যাসিস্ট্যান্ট ( ফিটার)ঃ মাধ্যমিক পাশের পর আই টি আই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্সরা আবেদন করতে পারবেন। এই কাজের জন্য অন্তত ৩ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
শূন্য পদঃ ৮৮ টি (জেনাঃ ৩৬, ও.বি.সি ৩৩, তঃজাঃ ১১, ইড.বলু.এস ৮)
৩) আউটফিট অ্যাসিস্ট্যান্ট (পেইন্টার)ঃ মাধ্যমিক পাশের পর আই টি আই থেকে পেইন্টার ট্রেডের সার্টিফিকেট কোর্সরা আবেদনের যোগ্য। তাছাড়া এই পেইন্টার ট্রেডে অন্তত ৩ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে।
শূন্য পদঃ ১২ টি (জেনা ৫, ওবিসি ৭)
৪) আউটফিট অ্যাসিস্ট্যান্ট (শিপরাইট উড)ঃ মাধ্যমিক পাশের পর শিপরাইট উড ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ করলে আবেদন করা যাবে। এই ট্রেডে অন্তত ৩ বছরের পোস্ট কোয়ালিফিকেশন এর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
শূন্য পদঃ ৫ টি (জেনা)
মাইনেঃ প্রথম বছর মাসে ২৩,৩০০ টাকা, ২য় বছর মাসে ২৪০০০ টাকা এবং ৩য় বছর মাসে ২৪,৮০০ টাকা।
প্রার্থীদের অনলাইনে ২৮ জুলাই এর মধ্যে আবেদন করতে হবে। আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.cochinshipyard.in এ।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ