Market

ফের স্পষ্ট হচ্ছে কয়লা সংকটের ক্ষত। বিদ্যুৎ মন্ত্রকের রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে বিদ্যুত্ সঙ্কট আরও বাড়তে চলেছে বলেই আশঙ্কা। জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে যে ক্ষতটা আরও বাড়তে চলেছে।
বিদ্যুৎ মন্ত্রক সূত্রে খবর, জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশে অভ্যন্তরীণ কয়লার জোগান চাহিদার থেকে ৪ কোটি ৪৫ লক্ষ টন কম হতে পারে। এর কারণ হিসেবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, চাহিদা বৃদ্ধি পেলেও খনিতে উৎপাদন ক্ষমতা ব্যাহত হচ্ছে। আর এর মধ্যেই এবার বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। যা কি না গত ৩৮ বছরে সর্বোচ্চ। আর এই পরিস্থিতিকে মদত দিয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। আর এই দুইয়ের মধ্যেই সামনে ভারতের কয়লা উৎপাদনের এই ভয়ঙ্কর চিত্র। যে কারণে কয়লার দাম এখন আন্তর্জাতিক বাজারে আকাশছোঁয়া। এদিকে কেন্দ্রের চাপ এসেছে যে,আমদানির মাধ্যমে কয়লা মজুত করতে না পারলে দেশে উৎপাদিত কয়লার জোগান বন্ধ করে দেয়া হবে।
পরিস্থিতির চাপে পড়ে এই প্রথম কয়লা আমদানি করতে চলেছে কোল ইন্ডিয়া। কয়লা সংকটের জেরে বিদ্যুৎহীনতার আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে। আর এই ঘাটতি পূরণের জন্যই আমদানির মাধ্যমে সেই ঘাটতি পূরণ করতে চাইছে কেন্দ্রীয় সরকার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ