Market

যখন একদিকে বেকারত্ব দেশবাসীকে ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, ঠিক তখনই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কোল ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি এই রাষ্ট্রায়ত্ত সংস্থা তাদের সাবসিডিয়ারি সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের জন্য ১০৮৬টি শূন্যপদে সিকিউরিটি গার্ড চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম সপ্তম শ্রেণী পাশ করতেই হবে। ইচ্ছুক প্রার্থীদের ১৫ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। এছাড়াও আবেদনকারীকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পাশ করতে হবে। এরপর নিয়োগ সংক্রান্ত আরও কিছু বিষয় খতিয়ে দেখবে সংস্থা।
উল্লেখ্য, হাতে নিয়োগপত্র মানেই কিন্তু চাকরি পাকা নয়। কারণ, নিয়োগ হবার পর ৬ মাস ট্রেনি হিসাবে কাজ করতে হবে। সেই অভিজ্ঞতার ওপর ভর করেই পাওয়া যাবে চাকরি। আসনগুলোর মধ্যে ৮৪২টি আসন অসংরক্ষিত। বাদবাকি ৮১টি এসটি এবং ১৬৩টি এসসি প্রার্থীদের জন্য।
ব্যুরো রিপোর্ট