Daily

ডিজেলের মূল্যবৃদ্ধিতে রুদ্ধশ্বাস অবস্থা কোল ইন্ডিয়ার। ভোট পরবর্তী পরিস্থিতিতে উত্তরোত্তর বেড়েছে পেট্রোপণ্যের দাম। ফলে চরম দুর্ভোগের মুখে পড়েছে সংস্থাটি। ৩৫% ডিজেলের মূল্যবৃদ্ধির জেরে প্রায় ৭০০ কোটির লোকসান দেখেছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি।
ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে অস্বাবভিকভাবে। যার জেরে কৃষি বা শিল্প ক্ষেত্রে ডিজেল-চালিত যন্ত্র ব্যবহারের জন্য বাড়তি খরচ বহন করতে হচ্ছে কোল ইন্ডিয়াকে। গত এপ্রিল জুন ত্রৈমাসিকে সংস্থাটি পরায় ৭০০ কোটি টাকার লোকসান দেখেছে। একইসাথে জলের মতো খরচ হয়ে যাচ্ছে বিপুল পরিমাণ টাকা। উপায় না দেখে এখন বিকল্প রাস্তায় হাঁটছে রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি।
বিকল্প পথের জন্য কোল ইন্ডিয়ার পক্ষ থেকে, ডিজেলের ভারী যন্ত্রাংশ বদলে তরল প্রাকৃতিক গ্যাস নির্ভর যন্ত্রাংশ ব্যবহারের পরিকল্পনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে বিপুল লোকসানের ঘাটতি সামাল দিতে কয়লার দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে তারা। যা বাস্তবায়িত হলে প্রত্যক্ষ প্রভাব পড়বে বিদ্যুৎ ও ইস্পাত উৎপাদন শিল্পে।
ব্যুরো রিপোর্ট