Market
অতিমারির এমন বিপজ্জনক পরিস্থিতির মধ্যেই উদ্বেগ বাড়িয়ে তুলল কোল ইন্ডিয়া। দেশের রাষ্ট্রায়ত্তকারী এই সংস্থা অর্থনৈতিক ভাবে ধাক্কা খেয়েছে যথেষ্ট। যে কারণে খরচ কমানোর জন্য এবার কর্মীসংখ্যা নিয়ন্ত্রণের পথে হাঁটতে চলেছে তারা। জানান হয়েছে, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে কোল ইন্ডিয়া ৫ শতাংশ হারে কর্মী সংখ্যা কমিয়ে আনবে। তার পাশাপাশি যে খনিগুলি থেকে কয়লা তুলে তেমন লাভ পাওয়া যাবে না, সেইসকল খনিগুলি থেকে কয়লা উত্তোলন বন্ধ করে দেবে এই সংস্থা।
অতিমারির কারণে দেশের বিভিন্ন শিল্পক্ষেত্রগুলির দরজায় একে একে তালা পড়তে থাকে। যে কারণে নজিরবিহীন ভাবে কমে আসে বিদ্যুৎ এবং ইস্পাতের ব্যবহার। আর এই দুইক্ষেত্রেই কয়লার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কয়লার ব্যবহার কমে যাওয়ায় কোল ইন্ডিয়ার লাভের অঙ্কে নামে ঘোর অমাবস্যা। জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে সংস্থার মুনাফার পরিমাণ কমে আসে ২৩.৯৯ শতাংশ। লাভের অঙ্ক ক্রমশ কমে আসতে থাকায় তাই সংস্থাটি কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটতে বাধ্য হল সংস্থা। পাশাপাশি বিভিন্ন খনি বন্ধ সিদ্ধান্ত নিল।
ব্যুরো রিপোর্ট