Daily

সোমবার সকালে আচমকাই পুরসভার মুখের প্রশাসক এবং মন্ত্রী ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করার পরেই উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তাঁদেরকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। তারপরেই সটান নিজাম প্যালেসে পৌঁছে যান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঘৃতাহুতি হয় তখনই।
মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই গ্রেফতারিকে প্রকাশ্যে বে-আইনি বলে জানান। একইসঙ্গে তিনি কথা বলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডিআইজির সঙ্গে। তারপরই ধর্নায় বসে যান তিনি। জানান, মন্ত্রীদের গ্রেফতার করলে মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করতে হবে। এখনও তিনি নিজে নিজাম প্যালেসেই আছেন।
এদিকে মেদিনীপুরের বিধায়ক দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর মামলা করেছেন। ইতিমধ্যেই নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকেরা রীতিমত ভিড় বাড়িয়েছে। স্লোগান দিচ্ছে। করোনা পরিস্থিতিতে গোটা রাজ্য জুড়ে চলছে লকডাউন। এরই মধ্যে রাজনৈতিক পরিবেশে অস্থিরতা তৈরি হওয়ায় উধাও করোনা বিধি।
ব্যুরো রিপোর্ট