Daily
১৭ তম বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা নির্বাচনের আগের দিন রাত দেড়টা নাগাদ খড়দহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের খাটাল অঞ্চলের জে এস সি রোডে একটি ক্লাবে বোম “বাস্ট “ করে। ক্লাব ঘরটির চাল সম্পূর্ণ উড়ে যায়।এই ঘটনায় দুজন গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে একজন সেখানেই মারা যায়, অপরজনকে গুরুতর অবস্থায় কলকাতার একটি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র যাদব, বয়স ২৭ বছর । অপর জনের নাম জানা যায়নি।
জানাযায় বিস্ফোরণের পর সেখান থেকে প্রচুর কৌটো পাওয়া যায়। বোম তৈরির সরঞ্জামও পাওয়া যায় । অনুমান ওইখানে কৌটো বোমা তৈরি হচ্ছিল। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী আসে এবং জায়গাটিকে ঘিরে রাখে। ফরেনসিক দল এসে সেখান থেকে নমুনা সংগ্রহ করে। এর ফলে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় । পুলিশ তদন্ত শুরু করেছে
মনস চৌধুরী,সল্টলেক