Daily

বি পি এন ডেস্কঃ বালুরঘাটের কর্নারে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী গন্ধগোকুল উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।সোমবার বালুরঘাট পুরসভার ৭ নং ওয়ার্ডে জঞ্জাল সাফাই কর্মীরা নর্দমা সাফাই করার সময় গন্ধগোকুলটিকে খুঁজে পায়। সাফাইকর্মীরা তৎক্ষণাৎ উদ্ধার করে গন্ধগোকুলটিকে পুরসভার বন্যপ্রাণী উদ্ধারকর্মীদের হাতে তুলে দিলে উদ্ধারকর্মীরা বনদপ্তরের হাতে তুলে দেয় গন্ধগোকুলটিকে।
গন্ধগোকুল মূলত বনের গভীরে বসবাস করে। তবে কি করে সিভেট ক্যাট এই লোকালয়ে চলে আসে? জানা যাচ্ছে, খাবারের খোঁজে গন্ধগোকুলটি লোকালয়ে চলে আসে। তারপর কোনভাবে নর্দমায় পড়ে গিয়ে সেখানেই আটকে পড়ে যায়। অসহায় প্রাণীটিকে উদ্ধার করার জন্য পুরসভার কর্মীদের সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ থেকে পশুপ্রেমী সকলেই।।
দক্ষিণ দিনাজপুর থেকে শিব শঙ্কর চ্যাটার্জীর রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ