Jobs

এবার বেকার যুবক যুবতিদের জন্য খুশির খবর। উচ্চ মাধ্যমিক পাশ করলেই পেতে পারেন সিআইএসএফ-এ চাকরি। ইতিমধ্যেই কনস্টেবল, ফায়ার সহ একাধিক পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যোগ্য প্রার্থীরা ইতিমধ্যেই এই পদের জন্যে আবেদন করতে শুরু করেছেন।
শনিবার থেকেই সিআইএসএফ পদের জন্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনের মাধ্যমেও Central Industrial Security Force-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই পদের জন্যে আবেদন করা যাবে। এছাড়াও https://www.cisfrectt.in/-এ ক্লিক করলেও এই Constable Recruitment পদের জন্যে আবেদন করা যাবে। বিজ্ঞপ্তিটি জানতে- https://www.cisfrectt.in/notifications/Fire21_Notification_Hindi.pdf – এই লিঙ্কে ক্লিক করতে হবে।
মোট ১১৪৯টি শূন্যপদের নিয়োগ হবে। তবে এই পদের জন্যে আবেদনের শেষ তারিখ ৪ মার্চ। এই তারিখের পর কোন আবেদনপত্র গ্রহন করা হবেনা। এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে সায়েন্স নিয়ে নুন্যতম ক্লাস ১২ ক্লাস পাশ করতেই হবে।
ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) এবং ফিজিক্যাল স্টেডার্ড টেস্ট (PST) ছাড়াও লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সর্বশেষ মেডিক্যাল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত করা হবে।
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর। তবে সর্বোচ্চ ২৩ বছর পর্যন্ত এই পদের জন্যে আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীরা মাসে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা বেতন পাবেন। তাহলে দেরি না করে আজই সিআইএসএফের এই পদের জন্যে আবেদন করুন।
ব্যুরো রিপোর্ট