Daily

মহামারীর বিভীষিকাময় পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে সমস্ত কিছুই ছন্দে ফিরতে শুরু করেছে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিনোদন জগৎ, সবই ধীরে ধীরে খুলে দিচ্ছে। এবার তাই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সার্কাস শিল্পকে পুনরায় মূল খাতে ফিরিয়ে আনার আর্জি জানালো শিল্পের সাথে জড়িত কর্মীরা। পার্ক সার্কাস ময়দানে তাই সার্কাসের তাঁবু ফেলার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি দিল সরকার কর্তৃপক্ষ।
গতবছর করোনা সংক্রমণের ভয়াবহতা চরমে পৌঁছনোয়, সার্কাসের তাঁবু দেখা যায়নি পার্ক সার্কাস ময়দানে। একেই সার্কাস শিল্পের শিরদাঁড়া ভাঙতে শুরু করেছে। তার উপর যদি এইভাবে বন্ধ করে রাখা হয় এই শিল্পকে, কোথায় যাবে এই ব্যবসার সাথে যুক্ত কর্মীরা? তাই অন্তত তাদের মুখ চেয়ে দু’বেলা খাবারটুকু যেনো মুখে দিতে পারেন,তার দিকেই দৃষ্টিপাত করার কাতর আর্জি জানিয়েছেন শিল্পের সাথে যুক্ত ব্যবসায়ীরা।
পার্ক সার্কাস ময়দানে গত বছর থেকে বন্ধ সার্কাস দেখানো। আর প্রতি বছর এই সার্কাসকে কেন্দ্র করে নিয়মমাফিক যে আনুসঙ্গিক দোকানপত্র বসত, সে সবই এখন ইতিহাসের পাতায়। একটাই কারণ। করোনা সংক্রমন। তবে গতবারের থেকে এবারের পরিস্থিতি অনেকটাই ভালো। তাই এখন মুখ্যমন্ত্রী চিঠির সদুত্তর দেন কিনা, সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট