Market

ধূমপায়ীদের চিন্তায় ফেলে দিল কেন্দ্রীয় সরকার। আবারো বাড়তে পারে সিগারেট, বিড়ি সহ বিভিন্ন তামাকজাত পণ্যের দাম। অর্থ মন্ত্রক সূত্রে পাওয়া গিয়েছে তেমনি ইঙ্গিত। সূত্রের খবর, সিগারেট, বিড়ি সহ তামাকজাত পণ্যের উপর আরো বেশি করে কর চাপানোর দিকে হাঁটতে চলেছে অর্থ মন্ত্রক। তার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র।
সিগারেটের দাম বৃদ্ধির পূর্বাভাস মিলতেই তার প্রত্যক্ষ প্রভাব পড়তে শুরু করেছে শেয়ার বাজারে। আইটিসির শেয়ার নেমে গিয়েছে ৬ শতাংশ। যদিও কেন্দ্র বলছে কর ছাড়া আরো অতিরিক্ত সেস চাপানোর ফলে সিগারেটের দাম বৃদ্ধি পাবে কিছুটা। কিন্তু তাতেও যে ধুমপায়ীদের সংখ্যা খুব একটা কমবে তেমন কোন কথা নেই। কারণ ধূমপায়ীদের হিসেবে বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ক্যান্সারে আক্রান্তের মধ্যে ২৭ শতাংশ কেবল তামাক জাত পণ্যের কারণেই। তাই সুরাহা পাওয়ার প্রশ্নটা থেকেই যাচ্ছে।
উল্লেখ্য, মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে তামাকের উপরে জিএসটি বসানো হয়েছে সর্বোচ্চ ২৮ শতাংশ। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, তামাকের উপর কমপক্ষে ৭৫ শতাংশ কর বসানো উচিৎ। ২০১৮-১৯ সালে তামাকজাত পণ্য থেকে কেন্দ্রের কোষাগারে ঢোকে প্রায় ৩৪,৮৩০ কোটি টাকা এবং ২০১৯-২০ সালে কেন্দ্র আদায় করে ৩৫,৬০০ কোটি টাকা। সিগারেট, বিড়ি সহ তামাকজাত পণ্যের দামবৃদ্ধি তাই কেন্দ্রীয় সরকারকে অর্থ সংকট থেকে খুব একটা রেহাই দেয়নি। তাই অতিরিক্ত কর বা সেস বসালে সিগারেটের দাম বাড়বে ঠিকই। কিন্তু ধুমপায়ীদের সংখ্যা কতটা কমবে সেই নিয়ে থেকে যাচ্ছে সংশয়।
ব্যুরো রিপোর্ট