Trending
তফশিলি জাতিভুক্ত প্রান্তিক মৎস্যচাষিদের আর্থিকভাবে উন্নয়নে সচেষ্ট হয়েছে কেন্দ্রীয় সরকার। তাই সারা বছর আইসিএআর, সিফার প্রচেষ্টায় নজর দেওয়া হচ্ছে আরো কিভাবে মৎস্যচাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। যে কারণে সম্প্রতি উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ইছাপুরে অপুর কৃষক সমিতির পক্ষ থেকে ২৬ জন মৎস্যচাষিদের হাতে তুলে দেওয়া হল মাছ চাষের ভাসমান খাবার। একইসঙ্গে তাঁদের দেওয়া হল প্রশিক্ষণ। বৈজ্ঞানিক উপায়ে কিভাবে মাছ চাষের প্রসার আরো ঘটানো সম্ভব সেদিকেই লক্ষ্য রেখে এগিয়ে আসা। শুধু মাছের খাবার নয়। মৎস্যচাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে চুন সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
এই বিষয়ে বিজনেস প্রাইম নিউজকে আর বিস্তারিত ভাবে জানালেন সিফার নোডাল অফিসার ডক্টর বৈদ্যনাথ পাল। একইসঙ্গে জানালেন গাইঘাটা ব্লক বেছে নেওয়ার কারণ।
২০১৯ সাল থেকেই আইসিএআর সিফার প্রচেষ্টায় মৎস্যচাষিরা কিভাবে আর্থিক দিক থেকে আরো লাভবান হতে পারেন সেদিকেই খেয়াল রেখেছে তারা। তারই একটুকরো ছবি ধরা পড়ল এদিনের আলোচনা সভায়। এই বিশেষ কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন C.I.F.A র নোডাল অফিসার ডক্টর বৈদ্যনাথ পাল সহ মৎস্য বিজ্ঞানী ড. অরবিন্দ দাস। মৎস্যবিজ্ঞানীদের কাছ থেকে মূল্যবান মতামত ও মাছ চাষের খাবার পেয়ে আপ্লুত এলাকার মৎস্য চাষীরা।
দেবস্মিতা মণ্ডল
উত্তর ২৪ পরগনা