Trending
হইচই-কে এবার হাড্ডাহাড্ডি টক্কর। কাঁটাতারকে ডোন্ট কেয়ার করেই ওপার বাংলার চরকি এসে পড়ল এই বাংলায়। এপার-ওপার দাপিয়ে এবার আরও জমিয়ে ব্যবসা করবে বাংলাদেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
২০২১ সালে বাংলাদেশের সিনেদুনিয়ায় বিপ্লব এনেছে চরকি। আর দু বছর কাটতে না কাটতেই যে সলিড ফ্যানবেস তৈরি হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই প্রথম সারির এই প্ল্যাটফর্মে চুটিয়ে কাজ করেছেন চঞ্চল চৌধুরী, আফ্রান নিশো, রাফিয়াত রশিদ মিথিলার মত জনপ্রিয় তারকারা। এবার এপার বাংলায় চরকির পথচলায় যে দর্শকরা আরও চমক পেতে চলেছেন, তা এদিনের টলিপাড়ার পরিচালক, অভিনেতার দেখেই বেশ ঠাহর করা যায়।
অতিমারি শিখিয়েছে, ওটিটি-র কি দম। এপার বাংলার কন্টেন্ট দেখার পাশাপাশি ওপার বাংলার নাটক বা সিনেমাতেও মেতেছে কোলকাতার তথা ভারতের সিনেমাপ্রেমীরা। এই মুহূর্তে OTT PLATFORM হল মানুষের বিনোদনের অন্যতম প্রিয় জায়গা। কিন্তু এই ওটিটি প্লাটফর্ম, এত জনপ্রিয়তার পাশাপাশি বহুবার সমালোচনার মুখোমুখিও হয়েছে।
তারকাদের উপস্থিতি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিল আগামীদিনে ঠিক কতটা ক্রেজ ছড়াতে চলেছে তা আশা করা যাচ্ছে। মোট কথা দুই বাংলাই যে চরকি-পাকে মজে উঠবে তা বলাই যায়।
বিক্রম লাহা
কোলকাতা