Market

আগামী বছরের মধ্যেই চালু হতে চলেছে ভারতের প্রথম চিপ তৈরির কারখানা। এমনটাই জানা গেল কেন্দ্রীয় টেলিকম ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই চিপ তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন ওয়েফার ফ্যাব্রিকেশন প্ল্যান্ট। আর ভারতে এই ওয়েফার ফ্যাব্রিকেশন প্লান্ট সহ সেমি কন্ডাক্টর উৎপাদনের ইকোসিস্টেম গড়ে তুলতে সরকার প্রাথমিকভাবে ১০ বিলিয়ন ইউএস ডলার ইনসেন্টিভ দেবে বলে ঠিক করেছে।
সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে অশ্বিনি বৈষ্ণব জানিয়েছেন যে গ্লোবাল লিডারশিপ পাওয়ার জন্য তারা কিছু নিশ এরিয়ার ওপর ফোকাস করেছেন। সেমিকন্ডাক্টরের জন্য টেলিকম ও ইলেক্ট্রিক ভেহিক্যালস হল বিশাল সেগমেন্ট। এই সেগমেন্টগুলোর জন্য তারা যদি চিপ উৎপাদন করতে সক্ষম হন তাহলে এই দুই ক্ষেত্রে তারা গ্লোবাল লিডার হতে পারবেন। আর সেই কারণেই এই দুই ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েই কাজ করা হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন ইউএস সংস্থা মাইক্রণের ভারতে লগ্নি করে যে সাফল্য পেয়েছে তাতে সারা বিশ্ব ভারতের ক্ষমতা সম্পর্কে আশাবাদী। মাইক্রণ দুটি পর্যায়ে মোট ৮২৫ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করবে এবং বাকি ইনভেস্ট করা হবে কেন্দ্র ও গুজরাট সরকারের তরফ থেকে। মাইক্রণের যন্ত্রপাতি সরবরাহকারীরা জমি সনাক্তকরণের অন্তিম পর্যায়ে রয়েছে। মাইক্রণের সহযোগী আরও পাঁচটি সংস্থা এই ব্যাপারে এগিয়ে এসছে। তিনি আশাবাদী খুব শীঘ্রই সাফল্য আসবে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ