Daily

মূল্যবৃদ্ধিতে লাগাম লাগাতে তেল বিক্রি করবে চিন। বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে তেল সবচেয়ে বেশি তেল আমদানি করে চিন। আর তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেলে আখেরে নিজেদেরই বিপদ। তাই বিপদের আগাম আভাস পেয়ে মজুত থাকা তেল বিক্রি করতে উদ্যোগী হয়েছে চিন।
উন্মুক্ত নিলামের মধ্যে দিয়ে বিশ্ব বাজারে তেল বিক্রি করলে দেশীয় বাজারে কেনা-বেচায় স্থিতিশীলতা আসবে মনে মনে করছে চিনা সরকার। ধাপে ধাপে জাতীয় ভান্ডার থেকে তেল ছাড়বে বলে জানিয়েছে চীনের স্টেট ব্যুরো অব গ্রেইন অ্যান্ড ম্যাটেরিয়াল রিসার্ভ। তেল পরিশোধনকারী ও পেট্রোকেমিক্যাল কোম্পানিগুলোর কাছে এই তেল বিক্রি করবে বলে জানিয়েছে তারা।
তেলের মজুত বা বিক্রি সংক্রান্ত কোন তথ্যই চিন প্রকাশ করেনি, আর করেও না। তবে সম্প্রতি এক বিবৃতিতে তারা বলেছিল, দেশের নয়টি অঞ্চলে তারা বড় আকারের নয়টি ভান্ডার গড়ে তুলেছে। যার সম্মিলিত ধারণক্ষমতা ৩৭.৭ মিলিয়ন টন।
লকডাউনের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিকভাবে বাড়ে। বেড়ে হয় ৭০ ডলার। আর পেছনে মূলত ওপেক আর রাশিয়ার তেল উৎপাদনে রাশ টানা দায়ি, বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে দাম বারলে চিনের আমদানি খরচও বেড়ে যাবে। তাই নিজেদের ভাণ্ডারে মজুত থাকা তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েই ফেলল চিন।
ব্যুরো রিপোর্ট