Market

বিদ্যুৎ তৈরির জন্য আর জীবাশ্মের উপর নির্ভর করতে চায় না চিন। তাই কয়লার ব্যবহার এক ধাক্কায় ২০ শতাংশে নামিয়ে আনতে চাইছে শিংপিং সরকার। সম্প্রতি চিন সরকারের একটি নথিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ২০৬০ সালের মধ্যে চিন বিদ্যুৎ তৈরির জন্য কয়লার উপর নির্ভরতা অনেকটাই কমিয়ে আনতে চাইছে।
উল্লেখ্য, পৃথিবীতে যত পরিমাণ কয়লা ব্যবহার করা হয় বিদ্যুৎ তৈরির জন্য তার অর্ধেক আসে চিন থেকেই। তাই এতো ব্যপক পরিমাণ কয়লার ব্যবহার এবার কমাতে চাইছে শিংপিং সরকার। এদিকে বিদ্যুতের ব্যবহার কমিয়ে আনায় চিনের বেশ কিছু এলাকাতে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। তার প্রভাব পড়েছে সেই দেশের অর্থনীতিতে। সেই দেশের জিডিপির বৃদ্ধি নেমে এসেছে ৪.৯ শতাংশে নেমে এসেছে।
এখন চিন মনে করছে, কয়লার পরিবর্তে তেলের ব্যবহার করে বিদ্যুতের উৎপাদনের চাকা মসৃণ গতিতে ঘোরাবার জন্য। কিন্তু বিদ্যুৎ তৈরির জন্য তেলের জোগানো প্রচুর প্রয়োজন। এর ফলে তেলের ব্যবহার অনেকটাই বাড়বে। এদিকে তেলের দামও গোটা বিশ্ব বাজারে যথেষ্ট উদ্বেগ তৈরি করেছে। এখন চিন বিদ্যুৎ তৈরির জন্য ঠিক কোন সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে থাকবে গোটা বিশ্ববাসী।
ব্যুরো রিপোর্ট