Market
উৎসব মরশুমে বড় অঙ্কের ক্ষতির মুখ দেখল চিন। পরিবর্তে কিস্তিমাত করলেন দেশীয় ব্যবসায়ীরা। যা ভারতের দেশজ ব্যবসার চাকা সচল রাখতে জ্বালানি হিসেবে কাজ করল।
সূত্রের খবর, দেশীয় বাজার চাঙ্গা থাকার কারণে চিনকে প্রায় ৫০ হাজার কোটি টাকার লোকসান গুনতে হল। বরং ক্রেতাদের মধ্যে ঝোঁক বাড়তে দেখা গেল দেশীয় পণ্যের উপর। কলকাতা, রাঁচি, পাটনা, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, চেন্নাই, লখনৌ, নাগপুর, মুম্বইয়ের মত ২০টি শহরে ব্যপক পরিমাণ দেশীয় পণ্যের কেনাবেচা হয়েছে। জানা গিয়েছে, দীপাবলীতে দেশীয় ব্যবসার অঙ্কটা পৌঁছে গিয়েছে ২ লক্ষ কোটি টাকার কাছাকাছি।
এমনিতেই চিনা পণ্য বয়কটের ডাক অনেকদিন ধরেই উঠে আসছে। অন্যান্য বছর দীপাবলীর সময় গোটা দেশে চিনা পণ্যের বিক্রি ওঠে তুঙ্গে। বরং ক্ষতির মুখে পড়তে হয় দেশীয় ব্যবসায়ীদের। এই দীপাবলিতে সেই অঙ্কটাই একেবারে পাল্টে গেল। শেষমেশ কিস্তিমাত করলেন দেশীয় ব্যবসায়ীরাই।
ব্যুরো রিপোর্ট