Daily
![Business Prime News](https://businessprimenews.com/wp-content/uploads/2021/04/image-defence-minister.jpg)
ঝটিকা সফরে ঢাকায় এসেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফিংহে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
বিমানবন্দর থেকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন ফিংহে। বেলা তিনটায় রাষ্ট্রপতির মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও চীনা প্রতিরক্ষামন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের সঙ্গেও বৈঠক করবেন।
স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে চীনের প্রতিরক্ষামন্ত্রী ঢাকা সফরে আসছেন বলে কূটনৈতিক সূত্রের খবর।
সূত্রের খবর, চলমান করোনা মোকাবিলায় ভ্যাকসিন ইস্যু, প্রতিরক্ষা খাত ও এই অঞ্চলের ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীনের প্রতিরক্ষামন্ত্রীর সফরটি খুবই গুরুত্বপূর্ণ।
ঋদি হক, ঢাকা