Daily
চিনের বড় ধাক্কা ভারতকে।
চিন চারিদিক থেকে ঘিরে নিতে চাইছে ভারতকে।
ভারতের পড়শি দেশগুলোকে ঋণ দিয়ে মুখ বন্ধ করতে চাইছে চিন।
চিন ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে তৈরি করছে ঋণের চক্রজাল।
এশিয়ার বৃহত্তম আর্থিক শক্তি চিন। এশিয়ার অন্যতম বড় আর্থিক শক্তি ভারত। এশিয়ার বাজারকে নিজেদের দখলে রাখতে মরিয়া চিন চারিদিক থেকে সামরিকভাবে ভারতকে ঘিরে ফেলতে উদ্যোগী হয়েছে। ভারতের বিরাট বাজার দখল করাই চিনের আসল লক্ষ্য বলে কূটনীতিবিদদের অভিমত।
ভারত সম্প্রতি করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও চিনে বেশ কয়েক শতাংশ রপ্তানি বাণিজ্য বাড়িয়েছে। এতে গোঁসা হয়েছে চিনের। এমনটাই অভিমত আর্থিক বিশ্লেষকদের একাংশের।
সম্প্রতি শ্রীলঙ্কায় সামরিক পোশাকে চিনা সৈন্যদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অথচ শ্রীলঙ্কায় সরকারের অনুমতি ছাড়া সামরিক পোশাক পরা আইনত কঠোরভাবে দণ্ডনীয়। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিরোধীদের চাপে পড়ে বর্তমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইতিমধ্যেই নেপাল, ভুটান, বাংলাদেশ ও পাকিস্তানে চিন সচেতনভাবে গোপনে এজেন্ডা বিস্তার করায় ঋণের চক্রজাল নীতি অনেকখানি প্রভাব ফেলেছে বলে কূটনীতিবিদদের একাংশের অভিমত।
চিন এই দেশগুলোকে এমনভাবে ঋণের চক্রজালে বাঁধতে চাইছে, যাতে এই উদীয়মান অল্প আর্থিক শক্তির দেশগুলি কোনদিনও এই ঋণের চক্রজাল ছিন্ন করতে না পারে। এতে একদিকে যেমন সংশ্লিষ্ট দেশগুলোর বাজারের উপর চিনের প্রভুত্ব কায়েম হবে তেমনি অন্যদিকে, পরোক্ষভাবে চিন এই দেশগুলিতে সরকারি সিদ্ধান্ত রূপায়নের ক্ষেত্রে তার ভারতবিরোধী এজেন্ডাকে অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্যতম বড় আর্থিক শক্তি ভারত। এতদিন নেপাল ,ভুটান, বাংলাদেশ ও মায়ানমার ভারতের নেতৃত্ব নির্দ্বিধায় মেনে নিলেও সম্প্রতি এই দেশগুলি অনেক ক্ষেত্রেই বিশেষত আর্থিক ক্ষেত্রে খুব ধীরে হলেও চিনের প্ররোচনায় ভারত বিরোধিতায় নেমেছে। যার প্রভাব অল্প হলেও ভারতীয় অর্থনীতিতে পড়তে শুরু করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।
একে তো করোনায় বেসামাল ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করে তোলাটাই নরেন্দ্র মোদি সরকারের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ। এরমধ্যে চিনের কূটনীতি যুক্ত হয়ে যাওয়ায় মোদি সরকারের সামনে এই চ্যালেঞ্জটা যেন হিমালয় টপকানোর মত হয়ে দাঁড়িয়েছে।
এখন সার্কভুক্ত দেশ গুলিতে চিনের প্রভাব কমিয়ে বিশেষত জিংপিং সরকারের ঋণের চক্রজাল বিস্তারের নীতি ভেঙেচুরে তছনছ করে দিয়ে কিভাবে মোদি সরকার ছোট দেশগুলিকে আবারও নিজের দিকে টেনে নিয়ে এসে ভারতের রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাবে সেটাই এখন দেখার।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।