Market
অতিমারিতে অভূতপূর্ব সম্পদ বৃদ্ধি চিনের। চিনের আন্তর্জাতিক সম্পদ বেড়েছে তিনগুণ। সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে, আন্তর্জাতিক আয়ের ৬০ শতাংশ চিনের। যা কার্যত পিছনে ফেলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে।
বিগত দুই দশকে সম্পদের মোট পরিমাণ উৎপাদনের বৃদ্ধিকেও ছাপিয়ে গিয়েছে। চিনে এই বৃদ্ধি অনেকটাই হয়েছে রিয়েল এস্টেটের মূল্যবৃদ্ধির কারণে। সমীক্ষায় বলছে, বিশ্বে যত সম্পদ রয়েছে তার ৬৮ শতাংশ রয়েছে রিয়েল এস্টেট হিসেবে।
মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে রিয়েল এস্টেট শিল্পে মন্দা দেখতে পায় ২০০৮ সালে। মনে করা হচ্ছে, চিনে যেভাবে সম্পদ বৃদ্ধি পাচ্ছে তাতে সেই একই ধরণের সমস্যায় ভুগতে হতে পারে চিনকে। তবে একদিকে যখন অতিমারির কামড়ে গোটা পৃথিবী বিধ্বস্ত হয়ে পড়েছে, তখন অন্যদিকে চিনের এই অভূতপূর্ব সম্পদের উত্থান নিঃসন্দেহে কপালে ভাঁজ ফেলে দিল বাইডেন প্রশাসনের।
ব্যুরো রিপোর্ট