Daily

আমেরিকাই করোনার উৎসস্থল। হু’কে সরাসরি জানিয়ে দিল চিন। বলা হল, যদি করোনার প্রকৃত উৎস খুঁজতেই হয় তবে হু-র এবার ফোর্ড ডেট্রিক যাওয়া উচিত। এই ফোর্ড ডেট্রিক আসলে আমেরিকার মেরিল্যান্ডে অবস্থিত একটি সামরিক ঘাঁটি।
চলতি মাসেই হু’র পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এই মারণ ভাইরাসের উৎস চিহ্নিত করার জন্য দ্বিতীয় দফায় আবার চিনে যাওয়া হবে। চিনের ল্যাবগুলিকে অন্তর্ভুক্ত করে অডিটও করা হবে। এরপরেই আমেরিকার দিকে নিশানা ঘুরিয়ে দেয় জিংপিং সরকার।
প্রসঙ্গত উল্লেখ্য, করোনা ভাইরাস আসার পর থেকেই তা যে চিনের উহান প্রদেশ থেকেই ছড়িয়েছে, সেই কথার জোর যত দিন পেরিয়েছে, ততই বেড়েছে। এদিকে সেই তথ্য প্রথম থেকেই অস্বীকার করে এসেছে চিন। এবার হু যখন দ্বিতীয়বার ফের আন্তর্জাতিক তদন্তের কথা মাথায় রাখতে আসরে নামতে শুরু করেছে, ঠিক তখনই চিন আমেরিকার প্রসঙ্গ তুলে এনে সত্যিটা সামনে আনার কথা জানায়।
ব্যুরো রিপোর্ট