Daily
এমনিতেই উত্তর দিনাজপুর জেলাটি বিখ্যাত কৃষিকাজের জন্য। এই জেলার কালিয়াগঞ্জ ব্লকে বিভিন্ন ফসলের চাষ হয়ে থাকে। তার মধ্যে অন্যতম শাক, সবজি। এখানকার মাটি এবং আবহাওয়ার জন্য এই এলাকায় কৃষিকাজ হয় ভালোরকম। তারই হাতেগরম প্রমাণ পেল বিজনেস প্রাইম নিউজ। একজায়গায় জমতে দেখা গেল বস্তার পর বস্তা লঙ্কা। যা প্রতিদিন চলে আসে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
সাধারণত কাঁচা লঙ্কার ফলন ভালো হয় উঁচু এলাকায়। কালিয়াগঞ্জে যে লঙ্কাগুলি চাষ করা হয় তার মধ্যে অন্যতম কালীবাংলা, কার্গিল বা দাইয়া। এই লঙ্কার তেজ এমনই যে চাষিদের উপার্জনও মন্দ হয় না। এই যেমন মোক্তার আলী। তাঁর নিজস্ব দু’বিঘে জমিতে লঙ্কা চাষ করেছেন তিনি। বিক্রি করে লাভের মুখ দেখছেন কিনা শুনে নেওয়া যাক কৃষকের মুখ থেকেই।
কালিয়াগঞ্জের মুস্তাফা নগর এলাকায় প্রতিদিন বসে লঙ্কার হাট। স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা তো বটেই এমনকি বাইরের পাইকারি ব্যবসায়ীরাও এখানে এসে জড়ো হন। প্রতিদিন এক গাড়ি, দুই গাড়ি লঙ্কা একেকজন কিনে নেন বিক্রির জন্য।
কালিয়াগঞ্জের কাঁচা লঙ্কা আজ শুধু কলকাতা নয়। চলে যায় হাওড়া, চাকদা, কৃষ্ণনগর এমনকি পাশের রাজ্য বিহারে। প্রতিদিনের এই বাজারে ব্যস্ততা দেখলে বোঝাই যায়, শুধু কাঁচা লঙ্কাকে কেন্দ্র করে এলাকার আর্থিক কর্মকাণ্ড বেশ ভালোরকম চলে। লাভবান হন চাষি, লাভবান হন ব্যবসায়ী।